প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:২৩:৫৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন শীতল ঝর্ণা আবাসিক এলাকায় অবস্থিত বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ব্ল্যাক বেরি বয়েজ ক্লাব
বুধবার (৫ ফেব্রুয়ারি) সংগঠনের পক্ষ থেকে বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা গোলাম রহমান রাব্বানীর নিকট এসব নিত্য প্রয়োজনীয় পন্য, খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্ল্যাক বেরি বয়েস ক্লাবের সদস্য যথাক্রমে সৈকত ডালি, জামাল সিকদার, মোহাম্মদ রিমন, এমদাদুল তুহিন, মোহাম্মদ মান্না, মোহাম্মদ সাকিব,আল-আমিন প্রমূখ।
খাদ্য সামগ্রী হস্তান্তরের প্রাক্কালে ব্ল্যাক বেরি নেতৃবৃন্দ বলেন, এমন মহতী উদ্যোগে শরীক হতে পেরে আমরা শোকরিয়া জ্ঞাপন করছি। এসব সহায় সম্বলহীন মানুষের পাশে দাড়ানো সবার দায়িত্ব। আগামীতে আরও বড় পরিসরে আমাদের এ আয়োজন অব্যাহত থাকবে।