চট্টগ্রাম

বেশি দামে পণ্য বিক্রির দায়ে চন্দনাইশে ৮ ব্যবসায়ীকে জরিমানা

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৪ , ৫:৪৭:৫৩ প্রিন্ট সংস্করণ

বেশি দামে পণ্য বিক্রির দায়ে চন্দনাইশে ৮ ব্যবসায়ীকে জরিমানা

মূল্যতালিকা না থাকা ও অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা বাজারের ৮ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এ জরিমানা করেন। অভিযানে চন্দনাইশ থানা পুলিশের একটি টিম এবং ভূমি অফিসের কর্মচারীগণ সহায়তা করেন

নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, “নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের নির্দেশনা মোতাবেক বাজারে নিয়মিত তদারকি করা হচ্ছে। বাজারে পণ্য সরবরাহ কী পরিমাণ আছে এবং ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম ইচ্ছে মতো বাড়িয়ে বিক্রি করতে না পারে সে জন্য প্রতিদিন বাজার তদারকি করা হবে।”

আরও খবর

Sponsered content