চট্টগ্রাম

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির অভিযোগে তৌহিদ গ্রেপ্তার

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৪ , ৬:১৬:৫৩ প্রিন্ট সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির অভিযোগে তৌহিদ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদের ওপর গুলি করে হত্যার অভিযোগে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন শমশের পাড়ার বড় পুকুর পাড় এলাকার মনু সওদাগরের বাড়ির সেকান্দরের ছেলে পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী তৌহিদুল ইসলাম(৩২) কে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) সিএমপি সূত্রে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের এডিসি (পিআর) কাজী মো. তারেক আজিজ বলেন, গ্রেফতার হওয়া তৌহিদুল ইসলাম প্রকাশ হরি তৌহিদ প্রকাশ ফরিদ চান্দগাঁও থানায় ৫টি হত্যা মামলাসহ সর্বমোট ১২টি মামলার আসামি ফরিদ।

আরও খবর

Sponsered content