চট্টগ্রাম

বোয়ালখালীতে এসএ সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে জরিমানা

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৪ , ৩:২২:৪৭ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালীতে এসএ সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় লবণ বিক্রিতে ওজন কম দিয়ে প্রতারণার অভিযোগে বোয়ালখালীর এস সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ( ২৮ অক্টোবর)বিকালে বোয়ালখালী চরখিজিরপুর এলাকায় এস সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। 

এ সময় উপস্থিত থেকে সহযোগিতা করেন বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রুমন তালুকদার,বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোহাম্মদ মহিউদ্দীন আকরাম, বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (এএসআই)ছোটন চন্দ্র দাশের নেতৃত্বে বোয়ালখালী থানা পুলিশের একটি টিম।

বোয়ালখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন,পরিমাপ ও মানদন্ড আইন, ২০১৮ এর ৩২ ধারা লঙ্ঘনে 

এবং ওজন কম দিয়ে প্রতারণা করায় বোয়ালখালীতে এসএ সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে বোয়ালখালী উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তিনি।