চট্টগ্রাম

বোয়ালখালীতে কলেজ শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় টেম্পু চালক গ্রেফতার

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৪ , ৫:৫১:০২ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালীতে কলেজ শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় টেম্পু চালক গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট ফেরি ঘাটের বেইলি ব্রিজে টেম্পু চাপা পড়ে কলেজ শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা (১৮) মৃত্যুর ঘটনায় টেম্পু চালক রেজাউল করিম জিসানকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) রাতে কলেজ শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরার ভাই মো.রফিকুল ইসলাম বাদী হয়ে টেম্পু চালক রেজাউল করিম জিসানের বিরুদ্ধে ৯৮/১০৫ সড়ক পরিবহন আইনে বোয়ালখালী থানায় মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত টেম্পু চালক রেজাউল করিম জিসান বোয়ালখালী উপজেলার ৯নং আমুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের খরঞ্জ পাড়ার আবু বক্করের ছেলে। উল্লেখ্য, সোমবার( ২৯এপ্রিল) সকাল ১০টায় বোয়ালখালী থেকে নগরীর কলেজে যাওয়ার পথে কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে টেম্পুর চাপে শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা (১৮) মারা যান।

সে বোয়ালখালী পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফা বাড়ির মো. হাসানের মেয়ে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ঘটনার পরপরই টেম্পুটি জব্দ ও টেম্পু চালককে আটক করা হয়েছিল। মামলা দায়েরের পর চালককে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (৩০এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by