দেশজুড়ে

ওসমানী হাসপাতাল উন্নীত হচ্ছে ২ হাজার শয্যায়, বসছে ১০ হাজার লিটারের অক্সিজেন প্লান্ট

  প্রতিনিধি ২৫ মে ২০২১ , ৭:৩৬:৫৭ প্রিন্ট সংস্করণ

বাপ্পা মৈত্র, সিলেট:

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা ও অবকাঠামো উন্নয়নে বড় ধরণের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। ৯শ’ শয্যার এই হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীত হচ্ছে। হাসপাতালে রোগীদের নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিতে স্থাপিত হচ্ছে ১০ হাজার লিটারের অক্সিজেন প্লান্ট। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৬ষ্ঠ সভায় গুরুত্বপূর্ণ এসব সিদ্ধান্ত গৃহিত হয়েছে। গত সোমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ.কে. আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। সভায় সিলেটের শাহী ঈদগাহ সংলগ্ন সংক্রামক ব্যাধি হাসপাতাল চত্ত্বরে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২য় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর স্থান পরিদর্শন করে ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে সভায় জানানো হয়। সভায় এ হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারকে উৎসাহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৭টি অ্যাম্বুলেন্স রয়েছে। বেসরকারি অ্যাম্বুলেন্সের তুলনায় এ হাসপাতালের অ্যাম্বুলেন্সের খরচ অনেক কম। স্বল্পমূল্যের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের সুযোগের বিষয়টি সাধারণ মানুষ জানে না। এছাড়া হাসপাতাল চত্ত¡রে একইসাথে ৫টির বেশি বেসরকারি অ্যাম্বুলেন্স না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য সেলিনা মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, পুলিশ কমিশনার নিশারুল আরিফ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় প্রমুখ।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, প্রত্যেক বিভাগে হাসপাতাল সম্প্রসারণের অংশ হিসেবে সিলেটের ওসমানী হাসপাতাল সম্প্রসারণ হচ্ছে। নগরের শাহী ঈদগাহ এলাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল চত্ত¡রে ওসমানী হাসপাতালের ২য় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by