চট্টগ্রাম

বোয়ালখালীতে গরু চোর চক্রের ১ সদস্য গ্রেফতার

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৫ , ৪:৪৭:৪০ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালীতে গরু চোর চক্রের ১ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের উপজেলায় মো. ফারুক (৩২) নামের গরু চোর চোক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) রাতে বোয়ালখালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ী উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃফারুক চট্টগ্রামের পটিয়া মহল্লাপাড়া এলাকার আবুল কালামের নতুন বাড়ীর মো. আরখ মিয়ার পুত্র।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, গরুচোর চক্রের সক্রিয় সদস্য মো. ফারুকে গ্রেফতার করার পর তার শিকার উক্তি অনুসারে (৭ জানুয়ারি) বোয়ালখালী থানায় মামলা নং-৫ ,পেনাল কোড-৩৮০ ধারায় মামলা রুজু করার পর আজ (৭ জানুয়ারি ) কারাগারে প্রেরণ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তিনি।

আরও খবর

Sponsered content