চট্টগ্রাম

ভাষা সৈনিক অলি আহাদের মৃত্যু বার্ষিকীতে সরাইলে দোয়া মাহফিল ও আলোচনা সভা

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০২০ , ১:১৯:৪৪ প্রিন্ট সংস্করণ

মাহবুবুর রহমান খন্দকার, সরাইল প্রতিনিধি:

আদর্শিক রাজনীতির ধ্রুবতারা  চির বিদ্রোহী ভাষা আন্দোলনের মহানায়ক অলি আহাদের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সরাইলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার সন্ধায় সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্টিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অলি আহাদ স্মৃতি সংসদের সভাপতি সাজিদুল কিবরিয়া সুজনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএপির সভাপতি হাফিজুর রহমান মোল­া কচি।

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন এডঃ আনিসুর রহমান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ, এডঃ আলী আজম, জসিম উদ্দিন রিপন, সাবেক বিপি মোঃ শামীম, ইয়াছিন মাহমুদ, ফোজাইল চৌধুরী, দিলিপ হোসেন, মইনুল ইসলাম, অলি আহাদ স্মৃতি পরিষদের সেক্রেটারী মোঃ কামাল হোসেন, সদস্য জিয়াউল হক প্রমূখ।

বক্তারা ভাষা সৈনিক অলি আহাদের বিভিন্ন গুণাবলী ও আদর্শিক স্মৃতিচারণ তোলে ধরে উনার আত্মার মাগফেরাত কামনা করেন। অনুষ্টানে কোরআন তেলাওয়াত, মোনাজাত ও তাবারক বিতরণ করা হয়েছে।

 

আরও খবর

Sponsered content

Powered by