চট্টগ্রাম

বোয়ালখালীতে গোয়ালে আগুন, ২টি গরুর মৃত্যু

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৪ , ৪:৩৭:৩৯ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালীতে গোয়ালে আগুন, ২টি গরুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গোয়াল ঘরে আগুন লেগে ২টি গরু দগ্ধ হয়ে মারা গেছে ও ১৭ টি গরু গুরুতর দগ্ধ হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ৪ জন।

মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বোয়ালখালী উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর করলডেঙ্গা গ্রামের ছদর আলী চৌকিদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ২টার দিকে ৬ টি পরিবারের কাঁচা ও টিনের গোয়াল ঘরে আগুন লাগে।

এসময় গোয়াল ঘরে থাকা মো. কামালের ৩টি, জাহিদুল হকের ৩টি, ওবাইদুল হকের ৫টি, আবদুর ছবুরের ৩টি, আবদুল মোনাফের ৩টি, রাশেদের স্ত্রী তাহেরা আক্তারের ২টি গরু দগ্ধ হয়েছে। এর মধ্যে জায়েদুল হকের ৫ মাসের গর্ভবতী ১টি গাভি ও আবদুর ছবুরের ১টি গরু দগ্ধ হয়ে মারা গেছে।

১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মো.জসিম বলেন,গোয়াল ঘরের বৈদ্যুতিক সংযোগ ছিল না। কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। এ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় তিনি।

বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ বলেন, ‘আমরা দগ্ধ গরুগুলোকে চিকিৎসা দিচ্ছি। দগ্ধ একটি গর্ভবতী গাভীর বাচ্চা বেরিয়ে এসেছিল। সেটিকে আমরা অপারেশনের মাধ্যমে পুনরায় রিসেট করেছি। আগুনে প্রায় গরুর শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে আশঙ্কামুক্ত বলা যাবে না।

দগ্ধ গরুগুলোর চিকিৎসায় বোয়ালখালী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মেডিকেল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by