চট্টগ্রাম

বোয়ালখালী শাকপুরা প্রবর্ত্তক পাইলট কন্যা বিদ্যাপীঠের সভাপতি পেয়ার মোহাম্মদ 

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২৫ , ৩:৫৬:০১ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালী শাকপুরা প্রবর্ত্তক পাইলট কন্যা বিদ্যাপীঠের সভাপতি পেয়ার মোহাম্মদ 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা পাইলট কন্যা বিদ্যাপীঠের ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে হাজি পেয়ার মোহাম্মদকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী সই করা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, তার বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন করা হল।

তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক সচস্য সচিব, নজরুল ইসলামকে অভিভাবক প্রতিনিধি ও রুপশ্রীকে বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।

আরও খবর

Sponsered content