আন্তর্জাতিক

মালয়েশিয়ায় সরকারে যোগ দেবে না পিএএস পার্টি

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২২ , ৬:০৩:০৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

মালয়েশিয়ায় নবনিযুক্ত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে যোগ দেবে না পারতি ইসলাম ছে-মালয়েশিয়া (পিএএস) পার্টি। রক্ষণশীল ইসলামের কট্টোর অবস্থানে থাকার জন্য পরিচিত এই দলটি। তারা সরকারে যোগ না দিয়ে বিরোধী দলে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার এক বিবৃতিতে এ কথা বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল তকিউদ্দিন হাসান। এ খবর দিয়েছে অনলাইন চ্যানেল নিউজ এশিয়া। তকিউদ্দিন হাসান আরও বলেছেন, জনগণ যে ম্যান্ডেট ও আস্থা দেখিয়ে পিএএস এবং তার ব্যাপক বড় জোট পেরিকাতান ন্যাশনাল (পিএন)’কে ভোট দিয়েছে, তার প্রতি শ্রদ্ধা রেখে তার দল এমন সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, বিভিন্ন দিক থেকে আমরা জনগণের মতামতকে যাচাই করার পর পিএএস পাকাতান হারাপান (পিএইচ) এবং ডেমোক্রেটিক একশন পার্টির (ডিএপি) নেতৃত্বাধীন সরকারে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে গঠনমুলক বিরোধী রাজনৈতিক দল হিসেবে কাজ করবে পিএএস। তারা সব দলকে আহ্বান জানাবে মসৃণভাবে সরকার পরিচালনা নিশ্চিত করতে। পিএইচ-এর চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিমকে বৃহস্পতিবার দেশের ১০ম প্রধানমন্ত্রী হিসেবে রাজপ্রাসাদ ইস্তানা নেগারায় শপথবাক্য পাঠ করানো হয়।

আরও খবর

Sponsered content

Powered by