প্রতিনিধি ৪ মার্চ ২০২৫ , ৭:০৮:৪৫ প্রিন্ট সংস্করণ
ফরিদপুরের বোয়ালমারীতে মালবাহী অটোভ্যানের ধাক্কা লাগাকে কেন্দ্র করে পৌরসভার বড় পুকুর পাড়ের বাসিন্দা বিজয় সরকার, পল্লব সরকার ও চালিনগর গ্রামের বাসিন্দা রিয়াজ মোল্লার সাথে তুমুল সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০-১২ জন নারী-পুরুষ আহত হয়েছে।
এ ঘটনায় পৌরসভার বাসিন্দা বিষু সরকার সোমবার (৩মার্চ) রাতে বাদী হয়ে স্থানীয় চালিনগর গ্রামের অন্তত ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭/৮ জনের নামে থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪।
মামলা সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, সোমবার (৩মার্চ) দুপুর ৩টায় বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামের ভ্যান চালক রিয়াজ মোল্লা রড নিয়ে বোয়ালমারী বাজারে আসার সময় পৌরসভার সামনে দাঁড়িয়ে থাকা পল্লব সরকার (২২) ও বিজয় সরকার (২৪) এর মালবাহী অটোভ্যানের ধাক্কা লাগে। এসময় ভ্যান চালক রিয়াজ ও দুই যুবকের তর্কাতর্কি হয়। কথাকাটা কাটির এক পর্যায় পৌরশহরের পুকুর পাড়ের বাসিন্দা পল্লব ও বিজয় ভ্যান চালককে আঘাত করে।
তার কিছুক্ষণ পরে বিকেল ৪টায় ভ্যান চালক রিয়াজ তার চালিনগর গ্রাম থেকে ১৫-২০ জন একত্রিত হয়ে পৌরশহরের কৃষি ব্যাংকের সামনে এসে জড়ো হয়। পরে বিজয়, ও পল্লবকে ধরে আনতে গেলে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে ওবায়দুর সহ পৌরসভার বাসিন্দা নারী পুরুষ মিলিয়ে ১০/১২ জন আহত হয়। এসময় দু’গ্রুপের লোকজন আহত হয়। মঙ্গল সরকার (৬৫), ও ওবায়দুর শেখ গুরুতর আহত হয়। তাদের দু’জনকে স্থানীয় বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাধারন চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে মঙ্গল সরকার মারাত্মক আহত হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনীর একটি দল সেখান গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।