প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৩২:২২ প্রিন্ট সংস্করণ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে এক মাদক সেবীর ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল।
ওই মাদক সেবী উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ী গ্রামের বাবু মোল্যার ছেলে মো. আলী মোল্যা (৩৬)।
আদালত সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬ টার দিকে ময়না ইউনিয়নের বানিয়াড়ী পূর্ব পাড়া জামে মসজিদের পাশে ইটের রাস্তার উপরে দাঁড়িয়ে মো. আলী মোল্যা মাদক (গাঁজা) সেবন করছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ এর ৫ ধারাই মাদক সেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং ১০০ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন বোয়ালমারী থানার এসআই মহেশ অধিকারী।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. মাহামুদুল হাসান বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে রবিবার ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল বলেন, মাদক সেবনের অপরাধে মো. আলী মোল্যা নামের এক ব্যক্তিকে ১৫ দিনের জেল দেয়া হয়েছে এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।