চট্টগ্রাম

আখাউড়ায় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২০ বছর পূর্তি ও ২১ বছরে পদার্পণ উদযাপন

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২১ , ৪:৪৮:২০ প্রিন্ট সংস্করণ

জুনায়েদ হোসেন পলক,আখাউড়াঃ
ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২০ বছর পূর্তি ও ২১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। আখাউড়া উপজেলা সম্মেলন কক্ষে বুধবার দুপুর ১২ ঘটিকায় রেলি, আলোচনা সভা ও কেক  কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।পরে রেলওয়ে জংশন স্টেশনের অসহায় মিসকিনদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
ভোরের দর্পণ পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও  আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবির এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ভোরের দর্পণ পত্রিকার আখাউড়া প্রতিনিধি জুনাইদ হোসেন পলক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া পৌর যুবলীগের সভাপতি মনির খান, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, দৈনিক ইত্তেফাক পত্রিকার আখাউড়া প্রতিনিধি ফজলে রাব্বী, দৈনিক আমাদের সময় পত্রিকার আখাউড়া প্রতিনিধি তাজবির আহমেদ,ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ,ভোরের দর্পণ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, আখাউড়া টিভির সম্পাদক সাদ্দাম হোসেন, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.জুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ,  সহ-সভাপতি ইসমাইল হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক হাসান মাহমুদ পারভেজ,সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক অমিত হাসান অপু প্রমূখ।

আরও খবর

Sponsered content