প্রতিনিধি ২ জুন ২০২৪ , ৩:১৮:১৭ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ সদরের মনতলা ব্রিজের নিচ থেকে ব্রিফকেসভর্তি অজ্ঞাতনামা এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ জুন) বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
ব্রিজের নিচে ব্রিফকেস পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্রিফকেস খুলে ওই যুবকের খণ্ডিত মরদেহ দেখতে পায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহিনুল ইসলাম ফকির।
তিনি জানান, পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ চার টুকরো করে ব্রিফকেসে ভরা হয়। পরে কোনও একসময় খুনি চক্র ব্রিফকেসভর্তি মরদেহটি ব্রিজের নিচে ফেলে সটকে পড়ে। তদন্তের পরে জানা যাবে হত্যাকাণ্ডের মূল রহস্য ও লাশের পরিচয়।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।