দেশজুড়ে

পাইকগাছার চাঁদখালী ইউপির কালুয়া হতে চৌহমুনি রাস্তা বেহাল দশা, দূর্ভোগ চরমে

  প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ৮:০৬:৩৪ প্রিন্ট সংস্করণ

পাইকগাছার চাঁদখালী ইউপির কালুয়া হতে চৌহমুনি রাস্তা বেহাল দশা, দূর্ভোগ চরমে

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার চাঁদথালী ইউনিয়নের কালুয়া হতে চৌহমুনি বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার ইটের সলিং রাস্তা বেহাল দর্শায় পরিণত হয়েছে। এলাকার পথচারীরা পড়েছেন চরম বিপাকে। একটু বৃষ্টি হতে না হতেই যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করতে পারে না।

জন গুরুত্বপূর্ণ এ রাস্তা টি দিয়ে গড়ইখালী, পাতড়াবুনিয়া, হাতিয়াডাঙ্গা সহ চাঁদখালী ইউপির ৬টি গ্রামের মানুষ যাওয়া আসা করে। একটু বৃষ্টি হলে যানবাহনে চলাচল করা যায়না। তখন এলাকা বাসির হেটে চলা ছাড়া কোন উপয় থাকেনা।

সাবেক এমপি এ্যাড, সোহরাব আলী সানা সময় কিছু ইটের কাজ হলেও আর কোন জনপ্রতি এ দিকে তাকিয়ে দেখেনি। সরেজমিনে জানাযায় কিছু ইটের রাস্তা হলেও চলাচলের দুরভোগ এড়াতে পারিনি আজও এলাকা বাসি। ইটের সলিং রাস্তা বৃষ্টির পানি জমে থাকার কারণে খানাখন্দে পরিনত হয়েছে।

আওয়ামী লীগ নেতা ইকরামুল হক জানান বিভিন্ন সময় জনপ্রতিনিধরা এ রাস্তায় বরাদ্ধ বা আশ্বস্ত করলেও তা আলোর মুখ দেখেনি। এলাকাবাসী এই দুর্ভোগ থেকে পরিত্রান পেতে এমপি, চেয়ারম্যান সহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by