প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২১ , ৭:২৫:৩৯ প্রিন্ট সংস্করণ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়ায় ৫টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ১৫টি কেন্দ্রে সারা দেশের ন্যায় দ্বিতীয় ডোজের গণটিকা প্রদান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ২য় গণটিকা প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. হালিমা খানম তথ্য নিশ্চিত করে জানান, ১৫টি কেন্দ্রে টিকা প্রদান করা হয়।
উপজেলার করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান ও সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. হালিমা খানম, উপজেলা চেয়ারম্যান বাবিল্লাহ, মেয়র গোলাম হাসনাইন রাসেল, থানা অফিসার ইনচার্জ মু. ফয়সাল বিন আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি প্রমুখ ২য় ডোজ গণটিকা প্রদানের কার্যক্রম পরিদর্শন করেন।