প্রতিনিধি ১৯ জুন ২০২৪ , ৫:৪০:০৯ প্রিন্ট সংস্করণ
দুঃসহ গরমে পুড়ছে ভারত। গত ৭২ ঘণ্টায় দিল্লি ও নয়ডায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। এরমধ্যে দিল্লিতে মৃত্যু হয়েছে ৫ জনের এবং গত ২৪ ঘণ্টায় নয়ডায় মৃত্যু হয়েছে ১০ জনের।
দিল্লিতে আরও বেশ কয়েকদিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। ফলে এই অবস্থায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
জানা গেছে, দিল্লির সফদরজং হাসপাতাল ও রাম মনোহর লোহিয়া হাসপাতালে দুজন করে এবং লোক নায়ক হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। সব ক্ষেত্রেই মৃত্যুর কারণ হিসেবে হিটস্ট্রোক উল্লেখ করা হয়েছে।
রাম মনোহর লোহিয়া হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রতিদিন হাসপাতালটিতে ৮ থেকে ১০ জন রোগী ভর্তি হচ্ছেন, যারা প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন। সেক্ষেত্রে গুরুতর অসুস্থদের ভর্তি করা হচ্ছে আইসিইউতে। হাসপাতালে মোট চারজন আইসিইউতে ভর্তি ছিলেন। তার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এমন তাপপ্রবাহের অবস্থা বেশ কয়েকদিন জারি থাকবে দিল্লিতে। এ অবস্থায় প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। শারীরিকভাবে দুর্বল এবং বয়স্ক নাগরিকদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
সূত্র- হিন্দুস্তান টাইমস।