দেশজুড়ে

ভূরুঙ্গামারীতে কৃষি বিভাগের চারা বিতরণ

  প্রতিনিধি ১৮ মে ২০২০ , ৭:১৮:১৭ প্রিন্ট সংস্করণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫ হাজারের অধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ৮৭০ জন কৃষকের মাঝে বারি-৪ জাতের আম, চায়না-৩ জাতের লিচু, বারি-১ জাতের মাল্টা, থাই-৭ জাতের পেয়ারা ও নিমের মোট ৫২২০টি চারা বিতরণ করা হয়। এসময় প্রত্যেক কৃষককে দুটি মাল্টার চারা সহ মোট ৬টি চারা প্রদান করা হয়। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান চারা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধূরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
 

আরও খবর

Sponsered content

Powered by