দেশজুড়ে

বান্দরবান জেলা পুলিশের কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২৪ , ৩:২০:৫৪ প্রিন্ট সংস্করণ

বান্দরবান জেলা পুলিশের কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রমজানের এই পুরো মাস ব্যাপী কোরআন শিক্ষায় অপারগ পুলিশ সদস্যদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন।

রবিবার (১৭ই মার্চ) বান্দরবান জেলা পুলিশ লাইন মসজিদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন কোরআন শিক্ষার মাধ্যমে আপনারা আপনাদের জীবনকে আলোকিত করে তুলতে পারবেন।

এই শিক্ষা অর্জন করে আপনারা পরিবার ও সমাজেও কোরআনের আলো পৌঁছে দিবেন। তাই মাস ব্যাপী এই কর্মসূচি সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একমাস কোরআন এর শিক্ষা গ্রহণ করবেন। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমি,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক, মিনারুল হক সহ বিভিন্ন পদস্থ পুলিশ কর্মকর্তা বৃন্দ এবং কোরআন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী পুলিশ সদস্য বৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by