দেশজুড়ে

ভোলায় র‍্যাবের অভিযানে মোস্ট ওয়ারেন্ট আলতু মাতাব্বর গ্রেফতার 

  প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৪ , ৫:১৯:০৩ প্রিন্ট সংস্করণ

ভোলায় র‍্যাবের অভিযানে মোস্ট ওয়ারেন্ট আলতু মাতাব্বর গ্রেফতার

ভোলায় র‍্যাব-৮ এর অভিযানে মোস্ট ওয়ারেন্ট আলতু মাতাব্বর কে গ্রেপ্তার করা হয়েছে। 

১৯ শে নভেম্বর ভোরে ভোলা খেয়াঘাট এমভি ভোলা লঞ্চ থেকে আলতাফ মাতাব্বর কে গ্রেপ্তার করা হয়।

তিনি ভোলা বাপ্তা ২ নং ওয়ার্ডের কালাই মাতাব্বরের পুত্র।  

আটকৃত আলতাফ মাতাব্বরের বিরুদ্ধে ভোলা, লক্ষ্মীপুর ও বরিশালের হিজলা থানায় একাদিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানান, মেঘনার বুকে জেগে উঠা, ভোলার চরের অসংখ্য সাধারণ মানুষদের জিম্মি করে চাঁদাবাজী ও দখল বাণিজ্যসহ অসংখ্য অভিযোগ রয়েছে আলতু মাতাব্বরের বিরুদ্ধে। 

এসব জঘন্য অপরাধের সাথে জড়িত থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাহিরে থেকে, বহুদিন যাবৎ আলতু বাহিনী দেশের বিভিন্ন জায়গায় পলাতক থেকে, তাদের সন্ত্রাসী মূলক কার্যক্রম চলমান রেখেছে। 

অবশেষে র‍্যাব-৮ এর গোয়েন্দা সহযোগিতায় ৬ ঘন্টা অভিযান চালিয়ে আলতু কে আটক করেন, পরবর্তীতে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। 

আরও খবর

Sponsered content