রাজশাহী

পরিবেশ সুরক্ষায় কাজ করার শপথ নিলেন তরুণরা

  প্রতিনিধি ৩ মার্চ ২০২১ , ৯:৫৮:৫৩ প্রিন্ট সংস্করণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

বন্যপ্রাণী সুরক্ষাসহ পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ থেকে কাজ করার অঙ্গীকার করেছে বগুড়ার শেরপুরে পরিবেশ প্রতিরক্ষা সংস্থার ১০০ তরুণ। বুধবার বেলা ১০ টায় ‘বিশ্ব বন্যপ্রাণী দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তরুণরা এই শপথ করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আয়োজিত সংগঠনের সভাপতি সোহাগ রায়। প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী সেখ। বিশেষ অতিথি উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. রায়হান পি এ এ, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ও প্রথম আলোর শেরপুর প্রতিনিধি সবুজ চৌধুরী। আয়োজিত এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আয়োজিত সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাজ্জাদুল বারী প্রমুখ।

Powered by