বাংলাদেশ

মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১২ লাখ মানুষ

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৩ , ৭:৩২:৩১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ। গতকাল মঙ্গলবার ঈদের আগের শেষ কর্মদিবসে এমন ১২ লাখ ২৮ হাজার মানুষ ঢাকার বাইরে গেছেন, যারা মোবাইল ফোন ব্যবহার করেন।

একই দিনে ঢাকায় এসেছেন ৬ লাখ ৬৭ হাজার সিম ব্যবহারকারী।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে আজ এই তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার রবির মোট ৩ লাখ ২ হাজার ২৮৪ জন, গ্রামীণফোনের ৩ লাখ ৩৪ হাজার ২৯৫, বাংলালিংকের সাড়ে ৫ লাখ ৭৩ হাজার ৫০৯ ও টেলিটকের ১৮ হাজার ১৯০ সিমের ব্যবহারকারী ঢাকা ছাড়েন।

মোস্তাফা জব্বার বলেন, ‘আমি মোবাইল অপারেটরদের থেকে তথ্য সংগ্রহ করেছি। আমার মনে হয় গত সোমবার থেকেই মানুষ ব্যাপক সংখ্যায় ঢাকা ছাড়তে শুরু করেছে।’

তিনি আরো বলেন, সিমের এই সংখ্যা দিয়ে ঠিক কত মানুষ ঢাকা ছেড়েছেন তা নিশ্চিত করে বলা যায় না, কারণ একই মানুষ একাধিক সিম ব্যবহার করতে পারেন। একজন মানুষ সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারেন। তবে গড়ে প্রত্যেক ব্যবহারকারীর ১.৫টি সিম ব্যবহার করেন।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না, বিশেষ করে অল্প বয়সীরা। পাশাপাশি অনেকে সপ্তাহখানেক আগেই পরিবার বাড়ি পাঠিয়েছেন। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন।

আরও খবর

Sponsered content

Powered by