চট্টগ্রাম

বোয়ালখালীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নিয়ে রহস্য

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৩ , ৫:২৩:৫৪ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নিয়ে রহস্য

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে মুনতাহা আলম তোহা (৯) নামের এক চতুর্থ শ্রেণির শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সামশু সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে স্বজনরা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মুনতাহা আলম তোহা বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সামশু সওদাগরের বাড়ির প্রবাসী মাহবুবুল আলমের মেয়ে। সে স্থানীয় সেবাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।

বোয়ালখালী থানা সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর রাত ১০টার দিকে বোয়ালখালী থানা পুলিশ খবর পেয়ে শিশু তোহার মরদেহ বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক )হাসপাতালে প্রেরণ করেন। বোয়ালখালী থানা পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন তাকে পড়তে বলায় অভিমানে করে ঘটনাটি ঘটিয়েছে ।

স্থানীয় অনেকে বলছেন, বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে তোহার মৃত্যু হয়েছে, আবার অনেকেই বলছেন পরিবারের সাথে অভিমান করে নিজে-নিজেই আত্মহত্যা করেছে। অপর দিকে তোহার স্বজনরা ধারণা করছেন, তোহা মোবাইলে ভারতীয় নাটকের ক্রাইম সিনে ফাঁসির দৃশ্য দেখে আসক্ত হয়ে নিজের গলায় নিজে ফাঁস দিয়ে এমন ঘটনা ঘটাতে পারে।

নিহত তোহার পিতা মাহবুবুল আলম বলেন,আমি কিছুতেই আমার মেয়ের মৃত্যু মেনে নিতে পারচ্ছি না। ঘটনার কিছুক্ষণ আগেও আমার তোহার সাথে বিদেশ থেকে মোবাইলে কথা বলেছি। আমার মেয়ে আমার সাথে স্বাভাবিক ভাবে কথা বলেছে। আমার মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে (১৪ নভেম্বর) সকালে ওমান থেকে দেশে এসেছি। আমি জানি না কি কারনে আমার মেয়ের মৃত্যু হয়েছে।

বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল বলেন, সোমবার সন্ধ্যায় তোহাকে পড়তে বলায় সে অভিমান করে ওড়না দিয়ে নিজ ঘরে গলায় ফাঁস দেয়। তাকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার পুলিশ উপ-পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্টে প্রাথমিকভাবে দেখা যায়, লাশের শরীরের কোন জায়গায় আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। তবে গলায় কিছুটা দাগ দেখা গেছে সেটা ফাঁস লাগানোর কারণেও হতে পারে বলে ধারণা করছেন তিনি।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আছহাব উদ্দীন বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে বোয়ালখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by