বরিশাল

মঠবাড়িয়ায় হিজড়াদের মাঝে আর্থিক অনুদান

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২০ , ৮:২৪:০৫ প্রিন্ট সংস্করণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা মহামারীতে হিজড়া সম্প্রদায়ের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন অফিসার ইনচার্জ এ.জেড.এম. মাসুদুজ্জামান মিলু। মঙ্গলবার ওসি মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগে থানা ভবনে তাঁর অফিস কক্ষে হিজড়াদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করেন। হিজড়া কনিকা জানান, হিজড়া বলে আমাদের কেউ এই মহামারীতে সাহায্য সহযোগীতা করেনি। আমরা উপজেলা প্রশাসন, পৌরসভায় গিয়েছি কিন্তু কেউ সাহায্যের হাত বাড়াননি। এব্যাপারে অফিসার ইনচার্জ মহোদয় বলেন, হিজড়া সম্প্রদায়টি সমাজের অবহেলিত তাই করোনা মহামারীতে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে এই মহাবিপর্যয়ে হিজড়াদের মানবিক অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় সাথে ছিলেন থানা উপ-পরিদর্শক (এস আই) জাহিদ হাসান, উপ-পরিদর্শক (এস আই) গোলাম মাওলা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা।