আন্তর্জাতিক

মধ্যরাতে ঢাকা ছেড়েছেন আরও ৩০১ মার্কিনি

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ১১:৪৫:৩১ প্রিন্ট সংস্করণ

করোনাভাইরাসের আতঙ্কে চতুর্থ দফায় বাংলাদেশ ছাড়লেন আরও ৩০১ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। যদিও দেশটিতে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লাখ ১৯ হাজার। মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে ওমনি এয়ারলাইন্সের যুক্তরাষ্ট্রের একটি চার্টার্ড বিমান তাদের নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ  বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যায় ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে কিছুটা বিলম্বে মধ্যরাতে ছেড়ে যায়।

এর আগে তিনটি ফ্লাইটে দেশে ফেরেন মার্কিনিরা। এর মধ্যে গত ১৩ এপ্রিল ৩২৮ জন, ৫ এপ্রিল ৩২২ জন এবং ৩০ মার্চ ২৬৯ জন নাগরিক দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, জার্মান, জাপান, মালয়েশিয়া, কানাডা ও ভুটানের নাগরিকরাও বাংলাদেশ ছেড়েছেন।

আরও খবর

Sponsered content