বাংলাদেশ

মসজিদে বিস্ফোরণ: দগ্ধদের ৫ লাখ টাকা দেওয়ার আদেশ স্থগিত

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ১২:০০:৪৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের পরিবারকে জরুরি প্রয়োজন বিবেচনায় পাঁচ লাখ টাকা করে দিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে যে নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত, তা স্থগিত করা হয়েছে। হাই কোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের করা আবেদনের ভার্চুয়াল শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান রোববার এই স্থগিতাদেশ দিয়েছেন। আদালতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মেজবাহুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আর রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী তৈমুর আলম খন্দকার।

আরও খবর

Sponsered content

Powered by