বিনোদন

মহানগরের অজানা গল্প নিয়ে ওয়েব সিরিজ

  প্রতিনিধি ১৭ জুন ২০২১ , ৬:০০:৫২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচই অরিজিনাল’র জন্য পরিচালক আশফাক নিপুণ নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘মহানগর’। এর গল্প, চিত্রনাট্যও তার লেখা। এর মধ্য দিয়ে প্রথমবার কোনো ওয়েব সিরিজ করলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

সম্প্রতি আট পর্বের এই ওয়েব সিরিজের টিজার প্রকাশ হয়েছে। টিজারে ওসি হারুন-এর ভূমিকায় দেখা যাবে মোশাররফ করিমকে। তার মুখে একটি সংলাপ শোনা যায়, ‘ক্রিমিনাল আর টাকা, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে।’ এছাড়া শাহানা হুদা’র ভূমিকায় থাকছেন জাকিয়া বারি মম, আফনান চৌধুরীর ভূমিকায় শ্যামল মাওলা, পুলিশ অফিসার মলয় কুমারের ভূমিকায় মোস্তাফিজুর নূর ইমরান, আবির হাসানের ভূমিকায় খাইরুল বাশার। সিরিজটি মুক্তি পাচ্ছে ২৫ জুন।

নির্মাতা আশফাক নিপুণ জানান, রাজধানীতে এক রাতে সাত ঘণ্টায় ঘটে যাওয়া একটি গল্পের চিত্রায়ন করা হয়েছে এতে। মহানগরের অজানা গল্পগুলো নিয়ে সাজানো হয়েছে সিরিজটি।

আরও খবর

Sponsered content