প্রতিনিধি ৬ নভেম্বর ২০২২ , ৭:২২:৫১ প্রিন্ট সংস্করণ
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে প্রতিবন্ধী সাকিব হাসান অদম্য মনোবলে লেখাপড়া এগিয়ে নিতে চাই।
খোজ নিয়ে জানা গেছে, সে এ বছর সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করছে। তার ডান হাত পঙ্গু সে একজন শারীরিক প্রতিবন্ধী। বাম হাত কোন রকমে চলে। তারপরও হাতের লেখা সুন্দর।
রোববার সকালে মহেশপুর সরকারি ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে বাংলা ১ম পত্র পরীক্ষার হলে গেলে এ প্রতিবেদকের সাথে কথা হয়। সে জানায় প্রতিবন্ধী হলেও সে লেখাপড়া চালিয়ে যেতে চাই। সে কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের মোহাম্মদ রাবেদুল ইসলাম ও স্বপ্না বেগমের পত্র। পরীক্ষার রোল নং-৭২৬০১৯।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ রফি উদ্দিন বলেন, সাকিব প্রতিবন্ধী হলেও মেধাবী। তার সফলতা কামনা করি। উল্লেখ্য, এ বছর উপজেলার ৫টি কেন্দ্রে ২৭৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
মহেশপুরের শহীদ মফিজুর রহমানের ৫১তম শাহাদাৎ বার্ষিকী পালিত
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুরে কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ মফিজুর রহমানের ৫১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর শহীদের মাজার প্রাঙ্গনে এ উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে সরণ সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সন্তান কমান্ডের সভাপতি মোঃ কামরুজ্জামান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শহীদ মফিজুর রহমানের ভাতিজা সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরীফুননেছা মিকি,উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক শাহাজান আলী, সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা কাইদার আলী, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, সামছুল ইসলাম প্রমুখ।
১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর হাতে নির্মম ভাবে হত্যার স্বীকার হন শহীদ মফিজুর রহমান। তিনি জীবন নগর হাইস্কুলে ১০ম শ্রেণীতে পড়ার সময় মুক্তিযুদ্ধে যোগদান করেন। তিনি মহেশপুর উপজেলা ফতেপুর গ্রামের রাজা মিয়ার কনিষ্ঠ পুত্র।