দেশজুড়ে

মাঠে নামার অপেক্ষায় কলসিন্দুরের জাতীয় নারী ফুটবলার মারিয়া সানজিদারা

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২০ , ৭:২১:২৩ প্রিন্ট সংস্করণ

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস(কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে থমকে গেছে পুরো বিশ্ব। বাংলাদেশেও একই অবস্থা। কোভিড-১৯ এর প্রভাবে স্থবির হয়ে পড়েছে অনেক কার্যক্রম। ক্রিড়াঙ্গনেও পড়েছে এর প্রভাব। বন্ধ রয়েছে দেশের সব ধরনের খেলা। দেশের ফুটবলে আলোড়ন সৃষ্টিকারী নারী ফুটবলাররাও রয়েছেন নিজেদের বাড়িতে। দীর্ঘদিন ধরে কোয়ারিন্টেনে থেকে হাফিয়ে গেছেন অনেকে। তবে খুব শীগ্রই মাঠে নামার প্রত্যাশায় আবারও অনুশীলনে নেমেছেন জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়ার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন ছাত্রী। কলসিন্দুর স্কুল মাঠে নিজেরা অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন। তাদের প্রত্যাশা ঈদের পরে হয়তো ক্যাম্পে যোগ দিবেন। বাংলাদেশের নারী ফুটবলে আতুরঘর হিসেবে খ্যাত কলসিন্দুর থেকে বর্তমানে মারিয়া মান্দা, সানজিদা আক্তার, তহুরা খাতুন, নাজমা আক্তার, শিউলি আজিম, মার্জিয়া আক্তার, শামসুন্নাহার সিনিয়র, মাহমুদা আক্তার, সাজেদা আক্তার, শামসুন্নাহার জুনিয়র, রোজিনা খাতুনসহ ১১ জন খেলোয়ার জাতীয় দলের বিভিন্ন বয়সভিত্তিক দলে প্রতিনিধিত্ব করছে। করোনা ভাইরাসের কারনে তারা সবাই এখন নিজ গ্রাম কলসিন্দুরে রয়েছে। দীর্ঘদিন ঘরে কোয়ারিন্টেনে থাকার পর মাঠে অনুশীলনে নেমেছে সানজিদারা। এ ব্যাপারে জাতীয় দলের তারকা খেলোয়ার সানজিদা জানায়, আমাদের হোয়াট্স অ্যাপ গ্রæপে মিটিং হয়, মিটিং এ স্যার দিক নির্দেশনা দেয়, সেই অনুযায়ী অনুশীলন করছি। কলসিন্দুর নারী ফুটবল টিমের ম্যানেজার সহকারী অধ্যাপক মালা রাণী সরকার বলেন, আমাদের স্কুলের মেয়েরা ভাল খেলে সুনাম করছে, এটা আমাদের গর্ব, করোনা ভাইরাসের কারনে হঠাৎ সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় সবাই বাড়িতে, আমি তাদের খোঁজ খবর নিয়েছি, স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক পরার্মশ দিচ্ছি, পাশাপাশি বাড়িতে অনুশীলন করতে বলছি। এদের মাঝে কয়েকজন এইচ.এস সি পরিক্ষার্থী, তাদেরকে পড়াশোনার পরামর্শও দিচ্ছেন মালা রাণী। কলসিন্দুরের মেয়েদের কোচ জুয়েল মিয়া জানান, কলসিন্দুরের স্কুলের মেয়েরাও অনুশীলনে নেমেছে, আশা করছি খুবী শীগ্রই করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আবারও মাঠে গড়াবে ফুটবল খেলা।

আরও খবর

Sponsered content

Powered by