বাংলাদেশ

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৩ , ২:৫৪:২৮ প্রিন্ট সংস্করণ

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

মাতারবাড়ি ২৬০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন গত ২৪ ডিসেম্বর শুরু হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন গত ২৯ জুলাই শুরু হয় এবং গত ১৮ ডিসেম্বর রাত ১২টা থেকে জাতীয় গ্রিডে সংযুক্ত হয়ে বাণিজ্যিকভাবে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যায়।

অপরদিকে রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদনে যাবে।

গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন।

আরও খবর

Sponsered content

Powered by