প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২২ , ৭:১৮:৩৮ প্রিন্ট সংস্করণ
মিরসরাই (চট্রগ্রাম) প্রতিনিধি:
মিরসরাই ইকোনমিক জোনে বাস চাপায় ১ অটোরিকশা চালক নিহত হয়েছে। এছাড়া এক পা বিচ্ছিন্ন হয়েগেছে ১৩ বছরের এক কিশোরের।
বৃহস্পতিবার ( ৬ নভেম্বর) সকাল ৯টায় মিরসরাই ইকোনমিক জোন চরশরৎ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে ইকোনমিক জোন এলাকায় মডার্ণ সিনটেক্স লিঃ এর শ্রমিক কর্মচারী বহনকারী একটি চয়েস বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক মারা যায়। অটোরিকশা চালক নিহত শরিফুল (১৮) ইছাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরশরৎ এলাকার মেরাজের ছেলে। এছাড়া আহত হয় প্রিয়তাপ (১৩) নামের আরো কিশোর। কিশোর প্রিয়তাপের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
ইকোনমিক জোন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিব জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহত কিশোর প্রিয়তাপকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।