বাংলাদেশ

‘জিয়ার যুদ্ধের ইতিহাস জানতে চাইলে চট্টগ্রাম-সিলেট যান’

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২১ , ৬:২৮:৪৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছেন, আওয়ামী লীগ এখন এটা নিয়ে প্রশ্ন তোলে। তিনি কোথায় যুদ্ধ করেছেন, ইতিহাস ঘেঁটে দেখেন। তার যুদ্ধের ইতিহাস জানতে চাইলে রৌমারীতে, কামালপুরে, সিলেটে, চট্টগ্রামে যান। 

মঙ্গলবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমানের কবর দেখলে তাদের (আওয়ামী লীগ) শরীর ভয়ে ঝিমঝিম করে মন্তব্য করে আব্দুস সালাম বলেন, আমরা দেশের বিশৃঙ্খলা চাই না। আমরা চাই গণতান্ত্রিক পন্থায় দেশের সরকার পরিবর্তন হোক। জনগণের ভোটে সরকারের পরিবর্তন হবে। এ জন্য আগামীতে আমরা একটা নির্বাচন চাই। এ নির্বাচন কোনোভাবেই শেখ হাসিনার অধীনে হবে না। নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, আপনারা (আ.লীগ সরকার) করোনা মোকাবিলা করতে পারেন নাই। এখন ডেঙ্গু মোকাবিলা করতে পারছেন না। উন্নয়নের দোহাই দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। উন্নয়ন উন্নয়নের কথা বলে জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে চাইছেন, কিন্ত কোনো লাভ হবে না। জনগণ এর জবাব দেবেই।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সেলিম মিয়া, সংগঠনের সহ-সভাপতি জিয়াউল হক আনোয়ার প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by