চট্টগ্রাম

মিরসরাইয়ে উপকূলীয় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা 

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৪৬:৪৬ প্রিন্ট সংস্করণ

মিরসরাইয়ে উপকূলীয় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা 

চট্টগ্রামের মিরসরাইয়ে উপকূলীয় বন্যা দুর্গতদের মাঝে মাদবারহাট মাঈন ভূঁইয়া বাড়ির মরহুম শাহ আলম মেম্বার এর পরিবারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা করা হয়েছে।

রবিবার বিকালে মিরসরাই সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার পশ্চিমে ৬ নং ইচাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাদবারহাট দূর্গম এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয় । ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন মঈন ভূঁইয়া বাড়ির মরহুম শাহ আলম মেম্বার এর পরিবারের পরিবারের সদস্যরা । শাহ আলম মেম্বার 

এর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাছির উদ্দিন বলেন  বন্যায় ক্ষতিগ্রস্ত হিন্দু- মুসলিম ১৯০পরিবারকে ত্রাণ সহায়তা করেছেন তারা। ত্রাণ সহায়তার মধ্যে ছিল চাল ৮ কেজি, আটা ২ কেজি, আলু ২ কেজি, পেয়াজ ১ কেজি , মশুর ডাল ১ কেজি, তৈল ১ লিটার, মশার, কয়েল ১ প্যাকেট, মোমবাতি ৪টি ও।দিয়াশলাই ১টি।  মোহাম্মদ নাছির উদ্দিন চট্টগ্রামের জিইসি বাটাগলি মোড়স্থ সী পার্ক ক্যাটারিং সার্ভিস এর স্বত্বাধিকারী। তিনি বলেন, মিরসরাইয়ের ইচাখালী ইউনিয়নের মাদবারহাট হাফিজ গ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরত্বের দূরগম এলাকায় ।

বন্যায় এখানকার মানুষের বাড়িঘর ডুবে গেলে ও যোগাযোগ অত্যন্ত খারাপ হওয়ায় ত্রাণ পৌঁছায়নি কেউ। আমরা স্থানীয় অবস্থান সম্পন্ন পরিবারগুলো তাদের খাওয়া ও আশ্রয়ের ব্যবস্থা করেছি। বন্যার পানি কমে যাওয়ায় সবাই যার যার বাড়িতে ফিরে গেলেও কর্মসংস্থান ও অর্থভাবে অনেকের চুলায় রান্না ঝুটছেনা‌। তাই আমরা পরিবারের পক্ষ থেকে এমন ১৯০টি পরিবারকে অন্তত ৩ দিন চলতে পারে সেই মোতাবেক ত্রাণ সহায়তা করার চেষ্টা করেছি।

আরও খবর

Sponsered content