প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৪২:৩৭ প্রিন্ট সংস্করণ
মিরসরাই থানা পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৩ টার দিকে মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম মিরসরাই শহিদের গ্যারেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে তাদের কোর্ট হাজতে প্রেরণ করে পুলিশ।
মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের ডাকাতির সরঞ্জাম, লোহার রড়, একটি কাটার, ৩টি ছোরাসহ মোট ১১ টি দেশীয় অস্ত্র এবং একটি কালো হাইস গাড়ি জব্দ করা হয়। পুলিশি টহলের সময় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, খৈয়াছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আব্দুর রউফ সরদার বাড়ির শামসুলের আলমের ছেলে চিহ্নিত মোটরসাইকেল চোর ও বহু মামলার পলাতক আসামী একরামুল হক (২৭), একই এলাকার মঈন উদ্দিন মুন্সি বাড়ির মুনসুরের ছেলে মো: ইসমাইল হোসেন তুহিন (২৩), পশ্চিম খৈয়াছড়ার নজির আহম্মদ মৌলভী বাড়ির বদিউল আলমের ছেলে কলিম উদ্দিন প্রকাশ কালোধন (৪২), পানু ভুইয়া বাড়ির মৃত রহিমের ছেলে মো: জামিল হোসেন প্রকাশ জেবল (৩৬), বজলে সোবহানের বাড়ির রবিউল হোসেনের ছেলে মো: ওমর ফারুক (২৪), আব্দুল কাদের ভুইয়া বাড়ির মৃত আমিনুর রহমানের ছেলে ইকবাল হোসেন প্রকাশ আক্তার (৩৫), ৭ নং ওয়ার্ড পশ্চিম পোলমোগরা দুলা মিয়া হাজি বাড়ির নুরুল মোস্তফার ছেলে আরিফুল ইসলাম প্রকাশ রিমন (২৭), ৪ নং ওয়ার্ড পূর্ব খৈয়াছড়া এলাকার মাহমুদুল হক বাড়ির আবুল কালামের ছেলে সাদিক হোসেন ড্রাইভার (২২), নুরল আমজাদ বাড়ির নুরুল আফসারের ছেলে খাইরুল ইসলাম (২৯), মিরসরাই পৌরসভার ৬ নং ওয়ার্ড মধ্যম মঘাদিয়া এলাকার বটতল এলাকার সাবমিয়ার বাড়ির মৃত ওমর ফারুকের ছেলে এমরান হোসেন (২৭), হাইতকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড তুলাবাড়িয়া এলাকার আবুল কালাম আজাদের বাড়ির আবুল কালাম আজাদের ছেলে জাহাঙ্গীর আলম আজাদ (৪৫)।
মিরসরাই থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, আটককৃতদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে প্রায় ২৩টি অপরাধের মামলা রয়েছে।
অন্যদের বিষয়েও খোজখবর নেওয়া হচ্ছে। আকটকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মিরসরাইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি জনসাধারনের সন্তুষ্টি জনক পরিবেশে উন্নত করতে পুলিশি টহল ও নজরধারী জোরদার করা হয়েছে।