প্রতিনিধি ৩০ মে ২০২৪ , ৬:২৮:৩৯ প্রিন্ট সংস্করণ
বিএনপির কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু’র মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মিরসরাই উপজেলা বিএনপির একাংশ। বিক্ষোভকারীরা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী।
বৃহস্পতিবার (৩০মে) বেলা ১২ টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া অংশে এই বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় যুবদল সভাপতির মুক্তি চেয়ে সরকার বিরোধী স্লোগান দেয়া হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মো :ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আফছার মিয়াজি, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, ৬নং ইছাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরাদুল হক ভুইঁয়া, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হাই, ৮নং দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জামশেদ আলম, ২নং হিংঙ্গুলী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম হকসাব, বারইয়ারহাট পৌরসভা যুবদল নেতা মোজাম্মেল হোসেন, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন, ১নং করেরহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর সহ জোরারগঞ্জ থানা, মিরসরাই থানা, বারইয়ারহাট ও মিরসরাই পৌরসভা যুবদলের নেতাকর্মীবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ মিনিট অবস্থান করে ও নিরাপদে প্রস্থান করে বিএনপি নেতাকর্মীরা। এছাড়া বিক্ষোভ মিছিলকে ঘিরে কোন প্রকার যানযটের সৃষ্টি কিংবা অপ্রিতিকর ঘটনা ঘটেনি।