বরিশাল

দৌলতখানে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ

  প্রতিনিধি ৪ জুলাই ২০২২ , ৭:৪৫:৩৯ প্রিন্ট সংস্করণ

 

নিয়াজ মাহমুদ জয়, ভোলা জেলা প্রতিনিধি:

ভোলার দৌলতখান থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ৫ মণ মাছ জব্দ করা হয়েছে। পরে সামুদ্রিক মৎস্য আইনে জব্দকৃত মাছ নিলামে তোলে সর্বোচ্চ ৪৫ হাজার ৪০০ টাকা বিক্রি করা হয়। শুক্রবার সকালে বাংলাবাজার এলাকা থেকে ওই মাছ জব্দ করেন উপজেলা মৎস্য বিভাগ।

দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সামুদ্রিক মাছ ভোলার চরফ্যাশন থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংলাবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে চারটি ঝুড়ি থেকে বিভিন্ন প্রজাতির ৫ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। তবে মাছের সাথে জড়িতরা আমাদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা যায়নি। পরে জব্দ মাছ সামুদ্রিক মৎস্য আইনে নিলামে বিক্রি করা হয়। এসময় বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ ফরিদ সংগীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by