চট্টগ্রাম

মিরসরাইয়ে বিদ্যুতায়িত হয়ে দুই পর্যটকের মৃত্যু 

  প্রতিনিধি ২০ আগস্ট ২০২৪ , ৩:৫৬:০২ প্রিন্ট সংস্করণ

মিরসরাইয়ে বিদ্যুতায়িত হয়ে দুই পর্যটকের মৃত্যু 

চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনার গিরি পথে বিদ্যুৎস্পৃষ্টে  দুই পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

নিহত পর্যটকেরা হলেন- কুমিল্লার লালমাইয়ের ছোট শরিফপুর এলাকার অঞ্জন বড়ঁঈ (২১) ও ফয়সাল হক (২২)।

জানা গেছে, মঙ্গলবার সকালে কুমিল্লার লালমাই থেকে চার বন্ধু মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা ভ্রমণ করতে আসেন। এসময় ভারি বর্ষণে পাহাড়ি গিরি পথে পানির স্রোত বেশি হওয়ায় ঝর্ণা ভ্রমণ অসম্ভব হয়ে দাঁড়ায়। এতে ফেরত আসার চেষ্টা করেন তারা। কিন্তু গিরি পথে বিদ্যুতায়িত হয়ে দুই বন্ধুর মৃত্যু হয়। এর দুই বন্ধু স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মিরসরাই পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর কার্যালয় সূত্রে জানা যায়, ভারি বর্ষণে ভেজা গাছের ঢাল বিদ্যুতের তারের উপর পড়লে সেই গাছের সংস্পর্শে দুই পর্যটক বিদ্যুতায়িত হয়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ করে উদ্ধার পরবর্তীতে ভেঙে পড়া ঢাল অপসারণ করে লাইনটি সচল করা হয়েছে

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিফাত সুলতানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। সাথে থাকা বন্ধুরা অনেকটা ট্রমাতে আছেন। কোন তথ্যই জানা যাচ্ছে না।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ঝরনায় দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পেয়েছি। বিস্তারিত কিছু জানা নেই। খোঁজখবর নিচ্ছি।

আরও খবর

Sponsered content