দেশজুড়ে

রূপগঞ্জে আনন্দ উল্লাসে বই উৎসবে বই বিতরণ

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৪ , ৫:০৬:৪৩ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জে আনন্দ উল্লাসে বই উৎসবে বই বিতরণ

প্রতি বছরের ন্যায় এবারও  নতুন বছরের প্রথমদিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বই  উৎসব ২০২৪ পালিত হয়েছে। কিন্ডারগার্টেন, এবতেদায়ী মাদ্রাসা সহ প্রাথমিক বিদ্যালয় পর্যারের ৭০ হাজার ৭৮১ জন শিক্ষার্থী ও মাধ্যমিক বিদ্যালয় পর্যারেয় ৪০ হাজার ৩১৭ জন শিক্ষার্থীর মাঝে এ বই বিতরণ করা হয়।

১ জানুয়ারি সোমবার উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকার  বীরপ্রতীক গাজী উচ্চ বিদ্যালয়, ভুলতা স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মুড়াপাড়া মডেল পাইলট হাই স্কুল, জনতা উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, গর্ন্ধবপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়, জাঙ্গীর উচ্চ বিদ্যালয়, উপজেলার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গোলাকান্দাইল মজিবুর রহমান উচ্চ বিদ্যালয়, কায়েতপাড়া এলাকার ব্রাইট বেবি আইডিয়াল হাই স্কুলসহ সকল প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে  বিনামূল্যে বই তুলে দেওয়া হয়।  উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও  ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা।

কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকার বীরপ্রতীক গাজী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী মাঝে বই তুলে দেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সরকারি মুড়াপাড়া মডেল পাইলট হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন প্রধান শিক্ষক শাহ আলম, জাঙ্গীর উচ্চ বিদ্যালে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন ফরিদ হোসেন মোল্লা, কায়েতপাড়া এলাকার ব্রাইট বেবি আইডিয়াল হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে বই তুলেদেন ।

এসময় শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডির সদস্য, শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠে  উপজেলার  সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

আরও খবর

Sponsered content

Powered by