প্রতিনিধি ১৯ জুন ২০২৪ , ৫:১৫:৩২ প্রিন্ট সংস্করণ
প্রতিবছরের ন্যায় এ বছরও কুরবানীর সমস্ত গোশত অসহায়, গরিব-দুঃখী ও খেটে খাওয়া মানুষের মাঝে বিলিয়ে দিলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রাম বাজারের, (জলিরপাড়) বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মো. জিন্নাহ।
ওই এলাকায় তিনি গরিবের বন্ধু নামে অনেক আগে থেকেই বেশ পরিচিত রয়েছেন। অসহায়, গরিব- দুঃখী ও মেহনতী মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়িয়ে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। এজন্য ওই এলাকার অধিকাংশ অসহায়, গরিব-দুঃখী মানুষের মনের মনিকোঠায় শেখ জিন্নাহ’র অবস্থান। যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবন-জীবিকা নির্বাহে মানুষ প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন। কিন্তু ননীক্ষীর ইউনিয়নে তার ব্যতিক্রমধর্মী উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ মো. জিন্নাহ।
সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আযহার দিন সরেজমিনে তথ্য অনুসন্ধানে আমাদের প্রতিনিধি ওই এলাকায় গিয়ে এ তথ্যের সত্যতা খুঁজে পাওয়া গেছে।
এবিষয়ে শেখ মোঃ জিন্নাহ বলেন, ভোগে নয়, ত্যাগেই শান্তি নিহিত রয়েছে। মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় এবারও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় আমি ২টি বোল্ডার গরু কুরবানি দিয়ে ননীক্ষীর ও জলিরপাড় ইউনিয়নের অসহায়, গরিব-দুঃখী মানুষের মাঝে সমস্ত গোস্ত বিতরণ করেছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে তারা অন্তত একবেলা আপনজনদের নিয়ে গোস্ত ভাত খাবেন এতেই আমার অনেক আনন্দ। সেই অর্থেই পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় শেষে গরু জবাই দেওয়া থেকে শুরু করে তা আল্লাহর মেহমানদের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমি নিজেই উপস্থিত থেকে সার্বিক তদারকি করেছি। মহান আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, আমি যেন নিঃস্বার্থভাবে অসহায়, গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি। গোস্ত বিতরণের সময় শেখ মো. জিন্নাহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন। মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ থাকলে তার নেতৃত্বে বহির্বিশ্বে বাংলাদেশের লাল-সবুজের পতাকা আরো অধিক সম্মান ও মর্যাদা পাবে। তাই আপনারা তার জন্য দোয়া করবেন।
গোস্ত নিতে আসা হাসি বেগম (৬০), আজিজুল মোল্লা (৫০) ও ফিরোজ শেখ (৬০) গণমাধ্যমকর্মীদের জানান, শেখ মোঃ জিন্নাহ প্রতি বছরের ন্যায় এবছরও দুইটি বোল্ডার গরু কুরবানি দিয়েছেন। তিনি সবই গরিব-দুঃখী-অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিয়েছেন। এক টুকরো গোস্তও নিজের খাওয়ার জন্য রাখেন নি। সবই তিনি বিলিয়ে দেন। শুধু তাই নয় আমরা বিপদ-আপদে পড়লে তিনি আমাদের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করে থাকেন। আমরা শেখ মো. জিন্নাহ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে দোয়া করি।