ঢাকা

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমানকে পৌর প্রশাসক নিয়োগ 

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৫৭:৪৬ প্রিন্ট সংস্করণ

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমানকে পৌর প্রশাসক নিয়োগ 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ২৫ সেপ্টেম্বর মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানকে মুকসুদপুর পৌরসভার পৌর প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করেছেন। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে সরকার পরিবর্তনের পর অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ২০ আগস্ট সারাদেশের ন্যায় মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুলকে পৌর মেয়রের পদ হতে অব্যাহতি দিয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজমুন নাহারকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করেছিলেন।

গত ২৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজমুন নাহারকে পৌর প্রশাসক পদ হতে অব্যাহতি দিয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

আরও খবর

Sponsered content