বাংলাদেশ

মুক্তি পেলেন ফারদিন বান্ধবী বুশরা

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৩ , ৫:২৬:০৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার আসামি বান্ধবী আমাতুল্লাহ বুশরা জামিনে মুক্তি পেলেন। দুপুরে মহিলা কারাগার থেকে মুক্তি পেয়ে কারা ফটক ত্যাগ করেন বুশরা। তবে সাংবাদিকদের সাথে কথা বলেনি তিনি। কারা কর্তৃপক্ষ জানান, দুপুর দুটা দশ মিনিটে কারাগার -৩ (মহিলা কারাগার) থেকে তাকে মুক্তি দেয়া হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে দুই মাস আগে গ্রেফতার করা হয়। এর আগে গত রোববার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতারের আদালত তার জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনায় রামপুরা থানায় ফারদিনের বাবা নূরউদ্দিন রানা বাদী হয়ে মামলা করেন। মামলার পর গত ১০ নভেম্বর রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে ফারদিনের বান্ধবী বুশরাকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে ফারদিন হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী ১৫ জানুয়ারি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by