প্রতিনিধি ২১ মে ২০২১ , ৭:৫৯:৫৭ প্রিন্ট সংস্করণ
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কেরালার পলাক্করের পতম্বির সেবানা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি হয়েছিলেন করোনায় আক্রান্ত এক মুসলিম নারী। ওই হাসপাতালেরই একজন চিকিৎসক রেখা কৃষ্ণা। চিকিৎসা করেও উন্নতি হচ্ছিল না ওই মুসলিম নারীর। একসময় রেখা কৃষ্ণা বুঝতে পারেন রোগীর নাড়ির স্পন্দন ধীর হচ্ছে। ঠিকমতো নিঃশ্বাস নিতেও পারছেন না।
তখন তিনি সে করোনা আক্রান্ত মুসলিম রোগীর কানের কাছে গিয়ে ধীরে ধীরে কালেমা পড়তে শুরু করেন। এক সময় সেভাবেই মৃত্যু হয় ওই মুসলিম রোগীর।
এ প্রসঙ্গে রেখা কৃষ্ণা বলেন, আমি দুবাইতে বড় হয়েছি। তাই ইসলাম ধর্ম সম্পর্কে কিছুটা জানা আছে। এ কারণেই মৃত্যু পথযাত্রা ওই করোনা রোগীর কানে কানে কালেমা পড়ে শুনিয়েছিলেন তাকে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২১ মে) পর্যন্ত ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৬৭৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জনের। সংক্রমক এই রোগ থেকে বাঁচতে আক্রান্তদের থাকতে হচ্ছে আইসোলেশনে। মৃত্যু পথযাত্রীর সঙ্গেও শেষ দেখা করার সুযোগ পাচ্ছেন না পরিবারের লোকজনেরা। ওই সময় চিকিৎসকরাই একমাত্র ভরসা রোগীদের। তাই মুসলিম রোগীর জীবনের শেষ মুহূর্তে ধর্মের ভেদাভেদ ভুলে হিন্দু চিকিৎসকের এমন আচরণের অনেকেই প্রশংসা করছেন।