বাংলাদেশ

মেট্রোরেলে প্রথম জরিমানা দিলেন ইমরান

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২২ , ৫:০৯:৩৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

মেট্রোরেলের টিকিট কার্ড হারিয়ে ১০০ টাকা জরিমানা গুনেছেন ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন নোমান।

বৃহস্পতিবার মেট্রোরেলের উত্তরা স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে আসার সময় স্টেশন থেকে কেনা কার্ডটি হারিয়ে ফেলেন। এ কারণে তাকে ৬০ টাকার টিকিটের জন্য ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা দিয়ে স্টেশনের ভেতর থেকে বাইরে আসেন তিনি।

ইমরান হোসেন বলেন, আমি ৬০ টাকা দিয়ে টিকিট কেটে মেট্রোরেলের উত্তরা স্টেশন থেকে সর্বশেষ ট্রেনে আগারগাঁও স্টেশনে এসেছি।

তিনি বলেন, ট্রেন থেকে নামার সময় দেখি আমার টিকিটটি নেই। টিকিট কার্ডটি হারিয়ে ফেলায় স্টেশন কর্তৃপক্ষ আমার কাছ থেকে জরিমানা নিয়েছে ১০০ টাকা।

আগারগাঁওয়ের স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা জানান, কার্ড তৈরি করতে যে টাকা খরচ হয়েছে, যাত্রীদের কাছ থেকে সে পরিমাণ টাকা রাখা হয়েছে। এক্ষেত্রে একক কার্ডধারী যাত্রীদের ১০০ টাকা করে জরিমানা করছি।

আরও খবর

Sponsered content

Powered by