ময়মনসিংহ

মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী এস. এম জাহাঙ্গীর আলমের মোটর সাইকেল শোভাযাত্রা

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২০ , ৪:৩২:৩১ প্রিন্ট সংস্করণ

সাদ্দাম হোসেন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুরে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আ’লীগ ইসলামপুর উপজেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক এস.এম. জাহাঙ্গীর আলম গতকাল বিকালে মটর সাইকেল শোভাযাত্রা করে ইসলামপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় কালে তিনি বলেন- জনগণের প্রতিনিধি নির্বাচনে যোগ্য ব্যক্তি নির্বাচিত না হলে কোন উন্নয়ন হয় না।

তাই আমি যোগ্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। আমি যদি আপনাদের দোয়া ও সহযোগীতায় নির্বাচিত হতে পারি তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনা’র ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয় নিয়ে ইসলামপুর পৌরসভাকে একটি আধুনিক মডেল হিসাবে গড়ে তুলবো। মোটর সাইকেল শোভাযাত্রার সময় বিভিন্ন ওয়ার্ড আ’লীগ সমর্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ তার সাথে গণসংযোগে অংশ গ্রহণ করেন। গণসংযোগ শেষে একটি মটর সাইকেল শোভাযাত্রাটি ইসলামপুর বাজার, দেনুয়ার মোড়, রেল ষ্টেশন, সিএনজি ষ্ট্যান্ড মোড় হয়ে থানা মোড় বটতলা চত্বরে এসে শেষ হয়। এ সময় মেয়র মনোনয়ন প্রত্যাশী এস.এম. জাহাঈীর আলম বলেন, আমি দীর্ঘদিন থেকে আ’লীগ রাজনীতির সাথে জড়িত।

বিএনপি, জামাত-শিবিরের ক্ষমতার সময়ে আমাকে অনেক জেল-যুলুম নিপীড়ন-অত্যাচার সহ্য করতে হয়েছে। তাই বিনয়ের সাথে অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী, জেলা আ’লীগের নেতৃবৃন্দ ও ইসলামপুর উপজেলা আ’লীগের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী বিপ্লবী সভাপতি আলহাজ্ব মো. ফরিদুল হক খান দুলাল এমপির কাছে একটাই দাবী, আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকান্ড বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য জোর দাবী জানাচ্ছি।

 

আরও খবর

Sponsered content

বড়াইগ্রামে রোপা আমন ধান কর্তনের উদ্বোধন

বড়াইগ্রামে রোপা আমন ধান কর্তনের উদ্বোধন

‘খাদ্য উৎপাদনে মনোযোগী হতে হবে’

বন্ধন লিও ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

বন্ধন লিও ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

সেনাবাহিনীর সাবেক মেজর সিনহার মৃত্যুর পর ৩ জনের সঙ্গে ফোনে কথা বলেন তৎকালীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের প্রধান লিয়াকত। এরমধ্যে ওসি ও এসপিও রয়েছে। হত্যার বিষয়ে কথা হলেও মাদক বা অস্ত্র উদ্ধারের কোন তথ্য ফোনালাপে পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঘটনায় এসপির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আনা হবে আইনের আওতায়। টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা নিহত হওয়ার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনা তদন্তে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। জানা গেছে, ৩১ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে তৎকালীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের প্রধান লিয়াকত তার ব্যক্তিগত মোবাইল থেকে তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপের অফিসিয়াল নম্বরে ফোন করেন। তিন মিনিট কথা বলেন তারা। এরপর ৯ টা ৩৩ মিনিটে মালখানার ইনচার্জ কনস্টেবল আরিফের ব্যক্তিগত নম্বরে ফোন করেন। তার সাথে ১ মিনিট কথা বলেন। এরপর ৯টা ৩৪ মিনিটে কক্সবাজারের পুলিশ সুপারের ব্যক্তিগত নম্বরে ফোন করেন লিয়াকত। সেখানে তাদের কথা হয় তিন মিনিট। কথোপকথনে লিয়াকত ঘটনা সম্পর্কে এসপিকে জানান। কিন্তু সেখানে মাদক ও অস্ত্র পাওয়ার কোন কথা উল্লেখ করেননি। এরপর ওসি প্রদীপ কুমার দাসের সাথে কথা হয় এসপির। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি তদন্ত হচ্ছে। ঘটনায় এসপির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসপির নাম যদি আসে আমরা দেখবো, যার নাম আসে দেখবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাউকেই ছাড় দিবেন না।’ তিনি আরো বলেন, ‘সাবেক মেজর সিনহার মৃত্যুর ঘটনা তদন্তে যারাই দোষী সাব্যস্ত হবে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। তদন্তের মধ্যে যারা দোষী সাব্যস্ত হবেন কিংবা যারা দোষ করেছেন বলে প্রমাণিত হবে তাদের তদন্ত রিপোর্ট অনুযায়ী তাদের তাদের বিচার করা হবে।’ গত ৩১ জুলাই রাতে শামলাপুরের একটি পাহাড়ি এলাকায় শুটিং শেষে ফেরার পথে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা।

বান্দরবানে রাবার বাগান শ্রমিক অপহরণের মাস্টারমাইন্ড সহ আটক ৪

বান্দরবানে রাবার বাগান শ্রমিক অপহরণের মাস্টারমাইন্ড সহ আটক ৪

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ