দেশজুড়ে

বড়াইগ্রামে রোপা আমন ধান কর্তনের উদ্বোধন

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৩ , ৪:০৪:২৪ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রামে রোপা আমন ধান কর্তনের উদ্বোধন

নাটোরের বড়াইগ্রামে খরিপ-২ (২০২৩-২৪) মৌসুমের সমলয় চাষাবাদকৃত ব্লক প্রদর্শনীর রোপা আমন ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোপালপুরে প্রদর্শনী জমিতে ধান কর্তনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু নাছের ভুঁইয়া।

পরে উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খঁান, গোপালপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক প্রমূখ বক্তব্য রাখেন।  

সভা শেষে কৃষিবিদ ও কারিগরী সহায়তাকারীদের উপস্থিতি ও দিক নির্দেশনায় ব্লক প্রদর্শনীর রোপা আমন ধান কম্বাইন্ড হারভেস্টার (ধান কর্তনের আধুনিক যন্ত্র) দ্বারা অতি কম সময় ব্যয়ে কর্তন করেন স্থানীয় কৃষকেরা। 

আরও খবর

Sponsered content

Powered by