প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৪ , ৩:৪৬:০৭ প্রিন্ট সংস্করণ
নানা আয়োজনে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা বন্দরের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বেলা ১২ টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বন্দরের ভিতর গিয়ে শেষ হয়।
সেখানে বেলুন উড়িয়ে বার্ষিকীর উদ্বোধন করেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।
পরে বন্দর কর্তৃপক্ষের শেডে আলোচনা সভা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বন্দর ব্যবহারকারীদের ক্রেস্ট দেয়া হয়।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমূর রহমান শামীম, বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফসহ মোংলা বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।