প্রতিনিধি ৫ মার্চ ২০২৫ , ৮:০৩:৩৪ প্রিন্ট সংস্করণ
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জের বলইবুনিয়া ইউনিয়নের আমতলা বাজারে দোয়া ও এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বলইবুনিয়া বিএনপির আয়োজনে কয়েকটি এতিমখানার শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪,(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
এ সময় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল। অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, আবজাল হোসেন জোমাদ্দার, মাওলানা আব্দুল খালেক, প্রভাষক রাসেল আল ইসলাম, আসাদুজ্জামান মিলন, আলি আজিম বাবুল প্রমুখ।