রংপুর

বিরলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২০ , ৫:৫২:০৮ প্রিন্ট সংস্করণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী দিনাজপুরের বিরল উপজেলায় গর্ভবতী মা ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস এর ১১ ইষ্ট বেংগল এর সার্বিক তত্ত¡াবধানে ৪৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লে. কর্নেল মো. হাসমত উল্লাহ খান এর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বাস্থ্যবিধি অনুসরণ করে গর্ভবতী মা ও শিশু এবং অসুস্থ মহিলাদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। চিকিৎসকদের মধ্যে ছিলেন স্ত্রীরোগ ও ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞ লে. কর্নেল আলিফা নাছরিন, শিশুরোগ বিশেষজ্ঞ মেজর তামান্না আফরিন খান এবং মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন দিলরুবা ইয়াসমিন।
এ সময় ৪৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লে. কর্নেল মো. হাসমত উল্লাহ খান, ৬৬ পদাধিক ডিভিশনের ১১ ইষ্ট বেংগলের অধিনায়ক লে. কর্নেল মো. আতিকুর রহমানসহ সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by