প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ৮:০৯:০০ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিককে পিটিয়ে আহত হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার দুপুর ১টার দিকে। আহত ওই শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের বজলুর রহমান তালুকদারের সাথে একই গ্রামের জাহিদ মুন্সীর সাথে পূর্বশত্রুতার জের ধরে এ হামলা হয়। আহতরা হলেন ছবদার তালুকদারের ছেলে বজলুর রহমান তালুকদার (৬২), আল আমিন তালুকদার (৩০), মিজান তালুকদার (৪০), রফিক গাজী (৫২), আবু সালেহ মাতুব্বার (৫৫)।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বজলুর রহমান তালুকদার বলেন, ভ্যানে করে কাঠ ও বাঁশ কাজের উদ্যেশে নেওয়ার পথে জাহিদ মুন্সীর গোলার কাছে পৌছানো মাত্র তার ইট বালু গোলায় থাকা ৫/৬ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে জাহিদ মুন্সী বলেন, ঘটনার সময় আমি বাহিরে ছিলাম। মারপিটের সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে জানতে পাই উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। তবে, আমার বিরুদ্ধে অভিযোগটি সঠিক নয়।
এ ঘটনায় হোগলাবুনিয়া ইউনিয়নের বিট পুলিশের এ এসআই জসিম উদ্দিন হাসপাতালে গিয়ে আহত ভ্যান শ্রমিকদের খোঁজ খবর নেন।